বাতিল মুকাবেলায় এগিয়ে আসো এখনই। অবতীর্ণ হও ময়দানে।
লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ৩১ মার্চ, ২০১৪, ০৯:৪৫:৩৫ রাত
ময়দানটা এখন লিখনীর। লিখনীর ময়দানে আগ্রাসী আক্রমন চালাচ্ছে নাস্তিক্যবাদী শক্তি। তারা আঘাত হানছে ইসলামের মৌলিক বিধানাবলীর উপর। কটুক্তি করেই যাচ্ছে আল্লাহ, রাসুল, কুরআন এবং ইসলামের বিধানাবলী নিয়ে। প্রয়োজন তাদের আগ্রাসী আক্রমন মোকাবেলায় কিছু কলম সৈনিকের। সময় থাকতেই মুকাবেলা করতে হবে। এগিয়ে আসতে হবে দ্রুতগতিতে। কোথায় সেই সৈনিকরা? এগিয়ে আসো এখনই। অবতীর্ণ হও ময়দানে। দাঁতভাঙ্গা জবাব দাও। দেখবে তারা পালাতে বাধ্য হবে। কেননা স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হকের আগমনে বাতিল দূরিভূত হয়ে গেছে। নিশ্চয় বাতিলের পরাজয় অবশ্যম্ভাবী। (সুরা ইছরা ৮১ নং আয়াত)
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
ময়দান তো পরেই আছে, বাতিলের ড্রোন ক্ষেপনাস্ত্রের ভয়ে আল্লা কি রণে ভংগ দিলেন?
মন্তব্য করতে লগইন করুন